ভিন্ন স্বা‌দের খবর

রোমান যুগের পাথরের কফিন আবিষ্কার

By daily satkhira

January 09, 2019

অনলাইস ডেস্ক: মিশরের দামিয়েত্তায় রোমান যুগে ব্যবহৃত পাথরের কফিন আবিষ্কার করেছে মিশরীয় প্রত্নতাত্ত্বিক মিশন। দেশটির প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। লাল রঙের নলাকার কফিনগুলো পাওয়া গেছে মিশরের প্রত্নতাত্ত্বিক অঞ্চর টেল এল দি-তে। সেদেশের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিস’র সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াজিরি এক বিবৃতিতে বলেছেন, কফিনের মুখের নকশাগুলো মুখ ও নাকের মতো, অন্যগুলোতে জ্যামিতিক নকশা খচিত। অলঙ্কৃত কফিনগুলোতে রয়েছে কিছু ব্যান্ডেজ করার উপকরণ। লিনেন দিয়ে মোড়ানো অবস্থায় মৃতদেহের কিছু অংশে থাকা সাদা প্লাস্টারের স্তরও পাওয়া গেছে। লোয়ার ইজিপ্টের সেন্ট্রাল ডিপার্টমেন্ট অব অ্যান্টিকুইটিস’র প্রধান নাদিয়া খাদের বলেন, এই মিশনে উদ্ধার উপকরণের মধ্যে বিভিন্ন মৃৎশিল্প ও মাদুলিও রয়েছে। সব মিলে সাত শ’রও বেশি উপকরণ পাওয়া গেছে। সূত্র : ইজিপশন স্ট্রিটস