শিক্ষা

আজ শুরু এসএসসি ও সমমান পরীক্ষা : জেলায় পরীক্ষার্থী ২২ সহস্রাধিক

By Daily Satkhira

February 02, 2017

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শুরু এস এস সি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা ২০১৭। এ বছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩ শত ৪৮ জন। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও দুর্নীতিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। পরীক্ষার কেন্দ্রগুলোতে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা চলাকালে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৮০ কঠোর ভাবে প্রয়োগ করার সিন্ধান্ত এবং পরীক্ষা কেন্দ্রের ২’শ গজের মধ্যে জন সাধারনের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ করার জন্য ফৌঃ কাঃ বিধির ১৪৪ ধারা করা, আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ফোর্স নিয়োগ করা, পরীক্ষা কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ফটোকপি মেশিন বন্ধ রাখা, পরীক্ষা কেন্দ্রের পাশে মাইক ব্যবহার বন্ধ রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবছর জেলায় মোট ২৩টি এসএসসি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫ শত ২৯ জন। এস এস সি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শত ৪৫ জন এবং দাখিল পরীক্ষার ১০ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৬ শত ৭৪ জন। সাতক্ষীরা সদর উপজেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ৫৫জন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১ শত ০৫ জন, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৫০ জন। এস এস সি (ভোকেশনাল) পর্যায়ে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩শত ১২ জন। দাখিল পর্যায়ে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ০৫জন। কলারোয় উপজেলায় এস এস সি পরীক্ষায় কলারোয়া জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯শত  ৬৭জন, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ১১ জন, খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ৩০জন, কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ৯৩ জন। এস এস সি (ভোকেশনাল) কলারোয়া জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ শত ৬১ জন। দাখিল পরীক্ষায় কলারোয়া আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫শত ৫১ জন। তালা উপজেলায় এস এস সি পরীক্ষায় তালা সরকারি বি,দে মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা  ১ হাজার ৮৩ জন, কুমিরা মাধ্যমিক বালিকা বিদ্যায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৭০ জন, খলিশখালী মাগুরা এস সি কলেজিয়েট ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৬৬জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৮৫ জন, এস এস সি (ভোকেশনাল) কুমিরা মাধ্যমিক বালিকা বিদ্যায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ শত ২৫ জন, দাখিল পরীক্ষায় তালা আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ শত ৬৩ জন, পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ৬৯জন। আশাশুনি উপজেলায় এস এস সি পরীক্ষায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শত ৭৯ জন, দরগাপুর এস কে আর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ৩৮জন, বুধহাটা বি বি এম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ০৪ জন, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ১১জন। এস এস সি (ভোকেশনাল) সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ জন। দাখিল পরীক্ষায় আশাশুনি দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৯২ জন, গুনাকরকাটি আজিজিয়া খাইরিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ শত ১৮ জন। কালিগঞ্জ উপজেলায় এস এস সি পরীক্ষায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ৬৫ জন, নলতা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৩৭ জন, চাম্পাফুল আ: প্র: চ: মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৪৫ জন। এস এস  সি (ভোকেশনাল) পরীক্ষায় কালিগঞ্জ পাইলট কমিউনিটি হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ শত ৭৪। দাখিল পরীক্ষায় কালিগঞ্জ নাছরুল উলুম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ৭৯ জন, নলতা আহসানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২শত। দেবহাটা উপজেলায় এস এস সি পরীক্ষায় দেবহাটা বি বি এম পি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ২২জন, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৫৭ জন। এস এস সি (ভোকেশনাল) পরীক্ষায় আহসানিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১শত ০৮জন। দাখিল পরীক্ষায় কুলিয়া এলাহী বকস দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১শত ৯৮ জন। শ্যামনগর উপজেলায় এস এস সি পরীক্ষায় নকিপুর এইচ সি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৬৪জন, নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ শত ৯১ জন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ শত ০১ জন। এস এস সি (ভোকেশনাল) নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১শত ৪৯ জন। দাখিল পরীক্ষায় শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শত ৯৯ জন। এ ব্যাপারে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন বলেন, পরীক্ষা কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে প্রতিটি কেন্দ্রে ১জন করে ম্যাজিস্ট্রেট থাকবে এবং উপজেলা ভিত্তিক এডিসিদের ভাগ করে দেওয়া হয়েছে। তিনি আরোও বলেন, প্রশ্নগুলো পরীক্ষা কেন্দ্রে পৌছানোর পর সেখান থেকেও যেন প্রশ্ন হলের বাইরে না যায় সে ব্যাপারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কোন প্রশ্ন যেন ফাঁস না হয়। পরীক্ষায় যেন কোন ধরনের প্রশ্ন ফাসের ঘটনা না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে থাকবে। পরীক্ষা যাতে নকল, দুর্নীতিমুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।