জাতীয়

পুনরায় সৈয়দ আশরাফের আসনে নির্বাচন

By daily satkhira

January 10, 2019

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগেই মারা যাওয়ায় ওই আসনে পুনরায় পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করে শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানান।

হেলালুদ্দীন আহমদ জানান, কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচিত প্রার্থী সৈয়দ আশরাফ যেহেতু শপথ গ্রহণ করার আগেই মারা যান সেহেতু নতুন করে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করে শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠান করবে ইসি। যেহেতু উনি শপথ না নিয়েই মারা গেছেন সেহেতু তাকে তো আমরা সংসদ সদস্য হিসেবে বিবেচনা করতে পারি না।

তিনি আরো বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম যেদিন মারা গেছেন সেদিন থেকে পরবর্তী ৯০ দিনের ভেতরেই আমরা পুনরায় নির্বাচন সম্পন্ন করব। দ্রুতই সংসদ সচিবালয় থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানাবে। চিঠি পাওয়া মাত্রই আমরা তফসিল ঘোষণা করব।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জানুয়ারি রাত ১০টার দিকে মারা যান।