বিনোদনের খবর: সাত বছর পর টিভি অনুষ্ঠান উপস্থাপনায় ফিরছেন মুক্তিযোদ্ধা, সংগঠক, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। তাঁর উপস্থাপনা ও পরিকল্পনায় আজ থেকে চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ‘আমাদের সন্তানেরা’। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। আজকের পর্বের অতিথি গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি স্বর্ণপদক বিজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী। এ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দেশের কৃতী সন্তানদের সাফল্যের গল্প জানাবেন নাসির উদ্দীন ইউসুফ। এ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘সর্বশেষ আনুষ্ঠানিক উপস্থাপনা করি ২০১১ সালে। সাত বছর পর আবারও বড় একটি আয়োজনের উপস্থাপক হিসেবে যুক্ত হলাম। এটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান। দেশের জন্য যাঁরা ভালো কাজগুলো করছেন তাঁদের তুলে ধরা হবে এতে।’ এ অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাতে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ৮ জানুয়ারি। এতে নাসির উদ্দীন ইউসুফ ছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও কথাসাহিত্যিক আনিসুল হক।