আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ধনকুবের জেফ বেজোস দম্পতির বিবাহ বিচ্ছেদ

By daily satkhira

January 10, 2019

বিদেশের খবর: বিশ্বের শীর্ষ ধনকুবের জেফ বেজোসের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। গতকাল আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাককেনজি বিবৃতিতে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন। আমাজনের সিইও বেজোস তার টুইটার অ্যাকাউন্টেও বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন। এর মাধ্যমে তাদের দীর্ঘ ২৫ বছরের সংসার জীবনের সমাপ্তি হচ্ছে।

দম্পতি এক বিবৃতিতে জানিয়েছেন, দীর্ঘদিনের ভালবাসা বিনিময় এবং সংসার করার পর আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। হেজ ফান্ড ডি. ইতে কাজ করার সময় বেজোস ও ম্যাকেনজির পরিচয়। ১৯৯৩ সালে বিয়ের এক বছর পরই জেফ আমাজন চালু করেন।

ব্লুমবার্গের তথ্যমতে, বেজোসের (৫৪) সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। তবে বিচ্ছেদের পর কোটিপতিদের তালিকায় অবনমন হবে বেজোসের। সম্পদের পরিমাণ কমবে। ফলে মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটসের সামনে বিশ্বের এক নম্বর ধনী হওয়ার সুযোগ আসবে। কারণ স্ত্রী ম্যাককেনজির (৪৮) সম্পদের পরিমাণ ৬৯ বিলিয়ন ডলার। ম্যাককেনজি এখন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী নারীর তালিকায়।-সিএনএন ও বিবিসি।