সাতক্ষীরা

ফলো আপ : ধুলিহরে জমি ও ঘর দখল ঘটনায় জেলা পরিষদ চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন

By Daily Satkhira

February 02, 2017

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ধুলিহর সাহেব বাড়ী মোড় এলাকায় গত রোববার ধুলিহর ইউনিয়ন যুবলীগ নেতা-কর্মী কর্তৃক জোরপূর্বক জমি ও ঘর দখলের ঘটনায় মঙ্গলবার রাতে সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এ সময় তিনি উপস্থিত লোকজনের কাছে প্রকৃত ঘটনা অবগত হয়ে তাৎক্ষণিক দলীয় সকল ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেন। এছাড়া ওই জমি ও ঘরে কেউ যাতে অবস্থান করতে না পারে ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকেও তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন। অপরদিকে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরদার ও সাধারণ সম্পাদক শেখ আব্দুছ ছালামের উপর দায়িত্ব দিয়েছেন। জেলা পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনকালে এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এস, এম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আ‘লীগের সভাপতি আবু সাঈদ, সদর থানা আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক স,ম জালাল উদ্দীন, সদর থানা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত রোববার ব্রহ্মরাজপুর বাজারে সাহেববাড়ি মোড় এলাকার সন্তোষ দাসের পুত্র মোহন দাসের চল্লিশ বছরের ভোগ দখলীয় বসবাসকৃত ঘর-বাড়ি ও জমি ধুলিহর ইউনিয়নের কতিপয় সরকার দলীয় নেতাদের ইন্ধনে প্রকাশ্যে ধুলিহর ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা জোরপূর্বক তাদেরকে বের করে দিয়ে দখলে নেয়। এরপর সেখানে তারা দলীয় ব্যানার, ফেষ্টুন ও সাইনবোর্ড টানিয়ে ধুলিহর ইউনিয়ন যুবলীগের কার্যালয় বানিয়ে রাতভর সেখানে পিকনিকও করা হয়। এসব বিষয় নিয়ে ভূক্তভোগী সন্তোষ জেলা পরিষদের চেয়ারম্যানের নিকট মৌখিকভাবে অভিযোগ করলে তিনি তাদেরকে সুষ্ঠভাবে সমাধানের  আশ্বাস দেন। এই সমস্ত ঘটনায় মঙ্গলবার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্র-পত্রিকায় খবরটি প্রকাশিত হয়। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তার এ সিদ্ধান্তকে সাতক্ষীরার সকল শ্রেণি পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন।