খেলা

তামিম-সাকিব-মুশফিককে ছাড়িয়ে মিরাজই প্রথম…

By daily satkhira

January 10, 2019

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি তারকা ব্যাটসম্যানদের নামের কথা উঠলে প্রথমেই আসবে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের নাম। কিন্তু বিপিএলের ষষ্ঠ আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচ অতিবাহিত হলেও ব্যাট হাতে এসব তারকারা জ্বলে উঠতে পারেননি। অথচ ব্যতিক্রম সেখানে মেহেদি হাসান মিরাজ। তার কাজ মূলত বোলিংয়ে। এবারের বিপিএলে বাড়তি দায়িত্ব হিসেবে পেয়েছেন অধিনায়কত্বও। কিন্তু যাকে মূলত ধরা হয় বোলিং অলরাউন্ডার সেই মিরাজই ছাড়িয়ে গেলেন সাকিব-তামিমদের। হ্যাঁ, এবারের বিপিএলে এখন পর্যন্ত প্রথম বাংলাদেশি হিসেবে একমাত্র অর্ধশতকটি এই মিরাজেরই।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ঢাকা ডায়নামাইটসের কাছে বড় ব্যবধানে হেরেছিল রাজশাহী কিংস। সেই ধাক্কা সামলে নিতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তন করে উপরে নিয়ে আসেন। বুধবার রাতে খুলনা টাইটান্সের বিপক্ষে ওয়ান ডাউনে দারুণ ব্যাটিং করে দলকে উপহার দেন ৭ উইকেটের বড় জয়। অবশ্য এক্ষেত্রে তাকে যোগ্য সঙ্গ দেন মুমিনুল হক। ১১ রানে মোহাম্মদ হাফিজের বিদায়ের পর মুমিনুলের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন মিরাজ। অর্ধশতক থেকে ৬ রান দূরে থাকতে ৪৪ রানে মুমিনুল ফিরলেও ৪৫ বলে ৬ চার ও এক ছক্কায় ৫১ রানে মিরাজ যখন আউট হন তখন রাজশাহী জয় থেকে মাত্র ৯ রান দূরে। বাকি কাজ সেরে ফেলেন সৌম্য সরকার।