আন্তর্জাতিক

মমতার গৃহে বিবাদ: দুই সাংসদ বহিস্কৃত একজন বিজেপিতে

By daily satkhira

January 10, 2019

বিদেশের খবর: পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের গৃহে বিবাদ দেখা দিয়েছে। দলবিরোধী কাজের জন্য দুজন বিধায়ককে বহিস্কার করেছে তৃণমূল। এই দুজন হলেন সৌমিত্র খাঁ ও অনুপম হাজরা। যার মধ্যে সৌমিত্র ইতোমধ্যে দিল্লির মসনদে ক্ষমতাসীন বিজেপিতে যোগ দিয়েছেন।

এই দুই তরুণ সাংসদের সঙ্গে দীর্ঘদিন ধরেই দলের দূরত্ব বাড়ছিল। দু’জনই তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা মন্তব্য করেছেন। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, ‘অনেক দিন ধরেই দলবিরোধী বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সৌমিত্র। দলের সংগঠনের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। অনেক অপেক্ষা করেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সৌমিত্রকে দল থেকে সরিয়ে দেওয়া হল।’ আর অনুপম সম্পর্কে তিনি বলেন, ‘অনুপম আরও ন্যক্কারজনক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনিও বিভিন্ন সময়ে ফেসবুকে এমন এমন মন্তব্য করেছেন, যার দলের নীতির একেবারেই বিরোধী। তাঁকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।’ বহিষ্কৃত হওয়ার পরে অনুপম টুইটারে লেখেন, ‘অসম্পূর্ণ থেকে যাওয়া পড়াশোনার কাজ নিয়ে আজ থেকে আরও বেশি করে ভাবার সময় পাব। শ্বাস নিতে পারব। স্বাধীন ভাবে নিজের মতামত জানাতে পারব।’ এদিকে বহিষ্কারের দিন বুধবারই দিল্লিতে কেন্দ্রীয় সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। তবে তার এই যোগদানকে কটাক্ষ করে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিচ্ছি, উনি বিজেপির হয়ে একটা বুথে জিতে দেখান। তা হলে আমার নাম বদলে ফেলব।’