কে.এম রেজাউল করিম: দেবহাটা উপজেলার কুলিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তারার মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩ টায় কুলিয়ার স্বেচ্ছাসেবী উন্নয়ন প্রতিষ্ঠান বারী-মাহমুদা ফাউন্ডেশনের আয়োজনে স্যার আনসার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়নের প্রাথমিক সমাপনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান পৃষ্টপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েটের কন্ট্রোলার তৈইয়েবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম ও দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ। উক্ত তারার মেলা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলিয়া ইউপি সদস্য বিকাশ সরকার, ইউপি সদস্য প্রেম কুমার, ইউপি সদস্যা ফাতেমা খাতুন প্রমুখ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮১ জন শিক্ষার্থী ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।