দেবহাটা

দেবহাটায় ভ্রাম্যমান আদালতে গাজী সার্জিক্যাল ক্লিনিক বন্ধ ঘোষণা

By daily satkhira

January 10, 2019

দেবহাটা প্রতিনিধি: বন্ধ হয়ে গেল অবৈধ ভাবে প্রচলিত সখিপুর মোড়ে অবস্থিত গাজী সার্জিক্যাল ক্লিনিক। বুধবার সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ প্রদান করেন। তার ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে গাজী সার্জিক্যাল ক্লিনিকে। মোবাইল কোর্টে একে একে বেরিয়ে আসে গাজী সার্জিক্যাল ক্লিনিকের সব অপকর্ম। ক্লিনিকের লাইসেন্স নবায়নসহ মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর শর্তসমূহ প্রতিপালন না থাকায় বন্ধ ঘোষনা করে দেওয়া হয়। কিন্তু মোবাইল কোর্ট পরিচালনাকালে ক্লিনিকটিতে ৫জন সিজারিয়ান এবং একজন এপেন্ডিক্সের রোগী চিকিৎসাধীন থাকায় মানবিক দিক বিবেচনা করে রোগীরা সুস্থ হয়ে ক্লিনিক ছেড়ে যাওয়ার সাথে সাথে এটি বন্ধ ঘোষণা করা হয় বলে আদেশ প্রদান করেন। তবে, লাইসেন্স নবায়নসহ মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর শর্তসমূহ প্রতিপালন সাপেক্ষে পরবর্তীতে ক্লিনিকটি চালু করার সিদ্ধান্ত স্বত্বাধিকারীকে জানানো হবে মর্মে আদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে, অবৈধ্য ভাবে ক্লিনিক পরিচালনা করার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করায় স্থানীয়রা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে সাধুবাদ জানিয়েছেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুল লতিফ ও দেবহাটা থানার এসআই দরবেশ ফকির উপস্থিত ছিলেন।