সাতক্ষীরা

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার আলোচনা

By daily satkhira

January 10, 2019

নিজস্ব প্রতিবেদক : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনারোড মড়স্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুজন। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সম্পাদক সেলিম, ৯নং ওয়ার্ডের সভাপতি মহসিন মোল্ল্যা, সহ-সভাপতি তাজেল, আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্থানি হানাদার বাহিনীকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বীর বাঙালি। দেশ স্বাধীন হলেও যার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা, সেই অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্থানের কারাগারে অন্তরীণ। ফলে স্বাধীনতা এলেও নেতার অনুপস্থিতিতে অপূর্ণতা থেকে গিয়েছিল বিজয়ের গৌরব উদ্যাপনে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন দেশের মাটিতে পা রাখেন। সেই থেকে দিনটি পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে।’