রাজনীতি

এবার সংরক্ষিত আসনে মনোনয়ন চান তাঁরা

By daily satkhira

January 11, 2019

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন নাজনীন আলম, রাবেয়া ইসলাম ও জ্যোতিকা জ্যোতি। শেষ পর্যন্ত তাঁরা মনোনয়নবঞ্চিত হন। এবার তাঁরা নেমেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ হিসেবে দলীয় মনোনয়ন পেতে। নাজনীন আলম ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, রাবেয়া ইসলাম গৌরীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং জ্যোতিকা জ্যোতি নাটক ও চলচ্চিত্র অভিনেত্রী। তাঁরা তিনজনই একাদশ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে এখন সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে তাঁরা ইতিমধ্যে তদবির শুরু করেছেন বলে জানা গেছে।

নাজনীন আলম ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার গৌরীপুর থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি তৎকালীন সাংসদ মজিবুর রহমান ফকিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তী সময়ে ২০১৬ সালে মজিবুর রহমান ফকির মারা যান। ওই বছরের জুলাই মাসে অনুষ্ঠিত উপনির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। ২০১৮ সালে নাজনীন আলম জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে স্থান পান। নাজনীন আলম বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা, আমি এবার সংরক্ষিত আসনে স্থান পাই।’

রাবেয়া ২০১৪ সালের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। রাবেয়া বলেন, ‘সংরক্ষিত আসনের জন্য ফোনে ঢাকায় যোগাযোগ শুরু করেছি।’

নাটক ও চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও এবার সংরক্ষিত আসনে সাংসদ হতে চান। তবে এ ব্যাপারে জানতে জ্যোতিকা জ্যোতির মুঠোফোনে গত সোমবার একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।