স্পোর্টস ডেস্ক: নেইমারকে আবার বার্সেলোনায় ফিরিয়ে আনার তৎপরতা আগেই শুরু হয়েছে। এবার সেটা আরও গতি পেল। ২০১৭-তে ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার।
প্যারিসেও সফল ব্রাজিলিয়ান তারকা। এ মৌসুমে ২০ ম্যাচে ১৮ গোল করেছেন। ফর্মে থাকা নেইমারকে আবার ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু করেছে বার্সা। এরই মধ্যে নতুন চুক্তি নিয়ে নেইমারের বাবার সঙ্গে আলোচনা সেরে ফেলেছে তারা।
রেডিও কাতালুনিয়ার খবর, বার্সেলোনার প্রতিনিধি আন্দ্রে কারি উড়ে গিয়েছিলেন ব্রাজিলে। কথাবার্তার পর তিনি দাবি করেছেন, সবকিছু ঠিকঠাকভাবে এগোচ্ছে।
গত নভেম্বরে লন্ডনে প্রীতি ম্যাচে খেলতে যায় ব্রাজিল। দলে ছিলেন নেইমার। লন্ডনে তখন নেইমারের বাবাও ছিলেন। তার সঙ্গে দেখা করে বার্সার প্রতিনিধি দল।
নেইমার বার্সা ছাড়লেও নিওনেল মেসির সঙ্গে তার যোগাযোগ রয়েছে। মেসি ও কাতালান কোচ আর্নেস্তো ভালভার্দে নেইমারকে ফেরত চান।