শ্যামনগর

শরাপপুরে ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

By daily satkhira

January 12, 2019

আবু ছালেক; শরাপপুরে ঘেরে বিষ দিয়ে মাছ নিধন, প্রেস ক্লাবে অভিযোগ দিলেন মেম্বর আলমগীর, শরাপপুর গ্রাম বাসি আর কত যন্ত্রনা আর কত জ্বালা সহ্য করবে,প্রতি রাতে চুরি,প্রতি রাতে ছিনতাই, রাত হলেই ঘুম হারাম হয়ে যাই সকলের,এমন খবর শেষ হতে না হতেই এখন শুরু হয়েছে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হচ্ছে। শুক্রবার সন্ধায় ৩ নং ওয়ার্ড মেম্বর শরাপপুর  গ্রামের আলমগীর হোসেন ব্যাংদহা বাজারে এ ডি এস প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানান গত কয়েক দিন ধরে শরাপপুর পুর্ব ও পশ্চিম বিলের ঘেরে শত্রুতামুলক ভাবে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মত মাছ নিধন করেছে। ঘের মালিক শরাপপুর গ্রামের সমাজ সেবক, শরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যকারি কমিটির সভাপতি সন্জয় কুমার দাশ,বিশ্বনাথ দাশ,জিয়াউর রহমান টিটু,মনিরুজ্জামান,ব্ঙ্গ দাশ,অমল ঢালী,কার্তিক দাশ জানান এভাবে বিষ প্রয়োগ করলে আমরা ঘের করব কি করে। এলাকাবাসির আয়ের একমাত্র উৎস ঘের, কিন্তু এমন ভাবে অত্যাচার শুরু হলে কিভাবে বাচবে ঘের মালিকরা, ভয়ে অনেকে মুখ খুলতে পারেনা মুখ খুললে রাতে আক্রমন হতে পারে,যখন ঘেরে মাছ হয় তখন দুর্বৃত্ত কারিরা অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে মাছ।কেউ কথা বললে পরের রাতে আক্রমন করবে দুর্বৃত্তকারিরা এমন ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনা, মুখ বুজে সহ্য করছে সকলেই।একজন ঘের মালিক অনেক কষ্টে বলে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাবে।তবে সচেতন মহল প্রসাষনের কাছে জোর দাবি করেছেন সরজমিনে তদন্ত পুর্বক ব্যাবস্হা গ্রহন করবে এমন প্রত্যাসা সকলের।