বিদেশের খবর: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বেকারির গ্যাস সংযোগে বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৪৭ জন আহত হয়েছে। যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ ঘটা ওই ঘটনাকে বিস্ফোরণ হিসেবে ধারণা করছে প্যারিস পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন স্প্যানিশ মহিলা রয়েছে। হঠাৎ বিস্ফোরণে ওই বেকারির সামনে থাকা বেশ কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে। উড়ে গেছে আশপাশের ভবনের কাঁচ। এতে পাশের একটি থিয়েটারও ক্ষতিগ্রস্ত হয়।
দুঘর্টনা ঘটার কিছুক্ষণের মধ্যে সেখানে জরুরি সেবা পৌঁছায় এবং একইসঙ্গে সর্তকতা হিসেবে লোকজনকে ওই এলাকা পরিহার করে চলাচল করতে বলা হয়েছে।
ফ্রান্সের বিখ্যাত পর্যটন এলাকা প্যারিস ওপেরা হাউসের পাশেই এ দুর্ঘটনা ঘটে।