সাতক্ষীরা

সাতক্ষীরায় পৃথক দূর্ঘটনায় নিহত -২

By daily satkhira

January 13, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় নির্মাণাধীন চীফ জুডিশিয়াল ভবন থেকে পড়ে গিয়ে জুয়েল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে শহরের জজ কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল যশোর জেলার বাঘারপাড়া উপজেলা সদরের বাঘারপাড়া গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রোববার সকাল ৯টার দিকে নির্মাণাধীন চীফ জুডিশিয়াল ভবনে কাজ করার সময় শ্রমিক জুয়েল নীচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে, রোববার সকাল ১১টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মন্দিরের পাশে ইঞ্জিন চালিত ভ্যান উল্টে শাহ জামাল (৪২) নামে এক বিচালী ব্যাবসায়ি নিহত হয়। নিহত শাহ জামাল খাজরা ইউনিয়নের দক্ষিন গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রোববার সকাল ১১টার দিকে শাহ জামাল বিাচলী কিনে নিজে ইঞ্জিন ভ্যান চালিয়ে আসছিলো। তুয়ারডাঙ্গা সার্বজনীন দুর্গামন্দিরের সামনে এসে পৌছালে ইঞ্জিন ভ্যান উল্টে নিজেই গাড়ির তলায় পড়ে ঘটনাস্থলে নিহত হন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।