শ্যামনগর

শ্যামনগরে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ

By daily satkhira

January 13, 2019

আব্দুল আলিম : ১৮’র আগে বিয়ে নয়” ইউএসএআইডি এর অথায়নে ওয়াল্ড ভিশন বাংলাদেশ এবং সুশীলন এর যৌথ উদ্যেগে নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় শ্যামনগর সদর নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। নকিপুর সরকারি এইচ সি  পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: মো:আ: মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: এস এম জহুরুল হায়দার বাবু। তিনি তার বক্তব্যে বলেন নবযাত্রা প্রকল্প বাল্যবিবাহ প্রতিরোধে যে উদ্যেগে গ্রহন করেছে সে উদ্যেগকে আমরা স্বাগত জানাই । তবে নবযাত্রার পাশাপাশি আমাদেরকে বিশেষ করে অভিভাবকদের সচেতন হতে হবে তিনি বলেন – আপনারা যদি মেয়েদের শিক্ষা করেন অল্প বয়সে বিয়ে যদি না দেন তাহলে বাল্য বিয়ের হার কমানো সম্ভব হবে। তিনি দৃঢ়  কন্ঠে ব্যক্ত করেন টঙ্গীপাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু সারা দুনিয়াকে কাপিয়ে দিতে পারেন তাহলে আমরা কেন পারবো না শ্যামনগরে জন্ম গ্রহন করে ১০০ভাগ বাল্যবিবাহ প্রতিরোধ / বন্ধ করতে। তিনি শ্যামনগর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হাফিজুর রহমান, আবুল হোসেন,একে আজাদ,মো আবুল হোসেন, জি এম মোজাফ্ফর হোসেন, সুশীলন নবযাএা প্রকল্পের উপজেলা কো-অডিনেটর জনাব এস এম জাকির হোসেন ও টেকনিক্যাল অফিসার জনাব মো: আসাদুজ্জামান (রিপন) সহ অএ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক এবং এস এম টি সদস্য বৃন্দ ও অভিভাবক বৃন্দ।