শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষা: জেলায় প্রথম দিনে বহিষ্কার ৩, অনুপস্থিত ১৬৭

By Daily Satkhira

February 03, 2017

নিজস্ব প্রতিবেদক: এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৬৭জন। প্রথমদিনে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ হাজার ৭শত ০১ জন। এর মধ্যে উপস্থিত ছিল ২১ হাজার ৫ শত ৩৪ জন। অনুপস্থিত ছিল ১ শত ৬৭ জন এবং বহিস্কার ০৩ জন। জেলায় মোট ২৩টি এসএসসি কেন্দ্রে প্রথমদিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ১ শত ৬৪ জন। এর মধ্যে উপস্থিত ১৬ হাজার ১ শত ১১ জন এবং অনুপস্থিত ছিল ৫৩ জন। এস এস সি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ৭টি কেন্দ্রে প্রথমদিনের বাংলা-২ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৫ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৩২ জন, অনুপস্থিত ছিল ১৩ জন এবং বহিস্কার ০১ জন। দাখিল পরীক্ষার ১০ টি কেন্দ্রে প্রথমদিনের কুরআন মাজিদ ও তাজবীদ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৪শত ৯২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ৩ শত ৯১ জন, অনুপস্থিত ছিল ১০১জন এবং বহিস্কার ০২ জন। সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ১শত ৫৭জন, এর মধ্যে উপস্থিত ১ হাজার ১ শত ৫৪, অনুপস্থিত ৩ জন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ১ শত ১৩ জন, উপস্থিত ১ হাজার ১ শত ১০ জন, অনুপস্থিত ৩ জন। কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪ শত ৮৫ জন, উপস্থিত ১ হাজার ৪ শত ৮২ জন এবং অনুপস্থিত ০৩ জন। নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮৯ জন, উপস্থিত ৫৮৬ জন এবং অনুপস্থিত ০৩ জন। নকিপুর এইচ সি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮০১ জন, উপস্থিত ৭৯৭ জন, অনুউপস্থিত ০৪জন। বি বি এম পি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫০৫ জন, উপস্থিত ৫০৩ জন, অনুপস্থিত ০২ জন। পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫০ জন, উপস্থিত ৫৪৯ জন, অনুপস্থিত ০১ জন। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৫৬ জন, উপস্থিত ৯৫৫ জন, অনুপস্থিত ০১ জন। দরগাপুর এস কে আর এইচ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩৬ জন, উপস্থিত ৪৩৬ জন। বুধহাটা বিবিএম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৯৬ জন, উপস্থিত ৭৯৫ জন, অনুপস্থিত ০১ জন। তালা সরকারি বিদে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৪২ জন, উপস্থিত ১০৩৭ জন, অনুপস্থিত ০৫ জন। কুমিরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫৪ জন, উপস্থিত ৫৫১জন, অনুপস্থিত ০৩ জন। খলিশখালী মাগুরা এস সি কলেজিয়েট ইনস্টিটিউট খলিশখালী কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪৫ জন, উপস্থিত ৪৪৫জন। জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল  ৯০৪ জন, উপস্থিত ৯০১ জন, অনুপস্থিত ০৩ জন। সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮৮ জন, উপস্থিত ৪৮৭ জন, অনুপস্থিত ০১জন। খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০৪ জন, উপস্থিত ৩০৩ জন, অনুপস্থিত ০১ জন। কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৪৭ জন, উপস্থিত ৭৪২ জন, অনুপস্থিত ০৫ জন। আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬০ জন, উপস্থিত ৪৫৭ জন, অনুপস্থিত ০৩ জন। নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬২ জন, উপস্থিত ৭৬১ জন, অনুপস্থিত ০১ জন। বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮৬ জন, উপস্থিত ৪৮৬জন। চাম্পাফুল আ: প্র: চ: মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩৬ জন, উপস্থিত ৪৩৩ জন, অনুপস্থিত ৩ জন। নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৭২ জন, উপস্থিত ৬৫৫ জন, অনুপস্থিত ০৭জন। নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮৬ জন, উপস্থিত ৩৮৬ জন। এস এস সি ভোকেশনাল পরীক্ষায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৮৫জন, উপস্থিত ২৮২ জন, অনুপস্থিত ০৩ জন। কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩৮ জন, উপস্থিত ২৩৭ জন, অনুপস্থিত ০১ জন। নকিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২৮ জন, উপস্থিত ১২৬ জন, অনুপস্থিত ০২জন। কালিগঞ্জ পাইলট কমিউনিটি হাইস্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭৪ জন, উপস্থিত ১৭৩ জন, অনুপস্থিত ০১ জন। কুমিরা পাইলট গার্লস হাইস্কুল কেন্দ্রে পরীর্ক্ষার্থীর সংখ্যা ছিল  ১১৬ জন, উপস্থিত ১১০ জন, অনুপস্থিত ০৬ জন। আহসানিয়া নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ জন, উপস্থিত ৮৮ জন এবং বহিস্কার ০১ জন। সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে পরীর্ক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ জন, উপস্থিত ১৬ জন। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা সংখ্যা ছিল ৯৯৫ জন, উপস্থিত ৯৭৮ জন, অনুপস্থিত ১৭ এবং বহিস্কার ০২ জন। কালিগঞ্জ নাছরুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬৩ জন, উপস্থিত ৩৬১ জন, অনুপস্থিত ০২ জন। তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫৮ জন, উপস্থিত ২৫১ জন, অনুপস্থিত ০৭ জন। শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৫১ জন, উপস্থিত ৯৩৭ জন, অনুপস্থিত ১৪ জন। কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫১০ জন, উপস্থিত ৪৯৬ জন, অনুপস্থিত ১৪ জন। আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল  ৪৬৪ জন, উপস্থিত ৪৪১ জন, অনুপস্থিত ২৩ জন। গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১৮ জন, উপস্থিত ২১০ জন, অনুপস্থিত ০৮ জন। পাটকেলঘাটা আল আমিন আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৪ জন, উপস্থিত ৩৩৮ জন, অনুপস্থিত ০৬ জন। দেবহাটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯০ জন, উপস্থিত ১৮৩ জন, অনুপস্থিত ০৭ জন। নলতা আহসানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯৯জন, উপস্থিত ১৯৬, অনুপস্থিত ০৩ জন।