সাতক্ষীরা

সাতক্ষীরা টিটিসি’তে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

By daily satkhira

January 13, 2019

নিজস্ব প্রতিবেদক ঃ সম্পুর্ণ সরকারি খরচে পেশাদার স্মার্ডকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ০৪ (চার) মাস মেয়াদী ‘মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স’ প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ জানুয়ারী) বিকালে বিনেরপোতাস্থ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র আয়োজনে ও অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রাম (এইইআইপি) এর অর্থায়ণে টিটিসি’র অধ্যক্ষ মো. মোছাব্বেরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘জননেত্রী শেখ হাসিনার ওয়াদা অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে চাকুরী দেওয়ার প্রত্যয়ে ন্যাশনাল সার্ভিস চালু করেছেন। শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেশ জুড়ে অগ্রণী ভুমিকা রাখছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক গোলাম মোস্তফা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শহীদ স্মৃতি কলেজের প্রভাষক মো. আলমগীর কবির, অটোমোবাইল ইন্সট্যাক্টর মেহেদী হাসান, প্রশিক্ষক আনিছুর রহমান, প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আসাদুল ইসলাম প্রমুখ। ০৪ (চার) মাস মেয়াদী ‘মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স’ প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জব প্লেসমেন্ট অফিসার মো. আরিফুল ইসলাম।