কালিগঞ্জ

নলতায় ওরছ শরীফ ৮ থেকে ফেব্রুয়ারি

By Daily Satkhira

February 03, 2017

নলতা প্রতিনিধি: জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, ঐতিহাসিক,দার্শনিক,‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া,কুতুবুল আকতাব,গওছে জামান,আরেফ বিলাহ,হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৫৩ তম বার্ষিকী ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফ আগামী ইং ৮,৯,১০ ফেব্রুয়ারি-২০১৭,বাং ২৬,২৭,২৮ মাঘ-১৪২৩ নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ’র সুনিপন তত্তা¡বধানে ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফের ১ম দিন ৮ ফেব্রুয়ারি বুধবার বাদ ফজর হতে পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ,মিলাদ শরীফ ও কুতুবুল আকতাব হজরত হাজী হাফেজ সৈয়দ ওয়ারেছ আলী শাহ (রঃ) এঁর রুহের উপর ছওয়াব রেছানী। সকাল সাড়ে ৯ টা হতে পাক রওজা শরীফে হজরত শাহসুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর বেছাল শরীফ উপলক্ষে কলেমাখানি ও কুলখানি। বিকাল ৫ টা হতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর জীবনাদর্শন সম্পর্কে আলোচনা। রাত ১১ টা হতে হজরত রাসুলে করিম (সঃ) ও আউলিয়াগণের জীবনাদর্শন সম্পর্কে আলোচনা। ভোর ৪ টা হতে তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত। ২য় দিন ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ ফজর হতে পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ,মিলাদ শরীফ ও হজরত শাহ্ছুফী সৈয়দ গফুর শাহ আল্ হোচ্ছামী (রঃ) এঁর পাক রুহের উপর ছওয়াব রেছানী এবং কুতুবুল আকতাব হাজী হাফেজ সৈয়দ ওয়ারেছ আলী শাহ (রঃ) এঁর রুহের উপর ছওয়াব রেছানী এবং পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দের রুহের মাগফেরাত কামনা। বিকাল ৩ টা হতে হজরত রাসুলে করিম (সঃ) ও আউলিয়াগণের জীবনাদর্শন সম্পর্কে আলোচনা। ভোর ৪ টা হতে তাহাজ্জুদ নামাজ,ফজরের নামাজ ও মোনাজাত। ১০ ফেব্রুয়ারি শুক্রবার বাদ ফজর হতে পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ,কলেমাখানি,মিলাদ শরীফ ও হজরত শাহ্সুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর পাক রুহের উপর ছওয়াব রেছানী,বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়ার অনুষ্ঠান ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফে হাজির হয়ে দো-জাহানের অশেষ নেকি হাসিল করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ সকলকে আহবান জানিয়েছেন।