ভিন্ন স্বা‌দের খবর

যে দেশে ২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি দেয়া হয়

By Daily Satkhira

January 13, 2019

ভিন্ন স্বাদের সংবাদ: বয়স ২৫ হওয়ার পরও বিয়ে না করলে জন্মদিনে সারা গায়ে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দেয়া হয় ডেনমার্কে। সঙ্গে থাকে পানিও। এটা করার উদ্দেশ্য বিয়ের কথা মনে করিয়ে দেয়া। সম্প্রতি দ্য টেলিগ্রাফ ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।জানা গেছে, এমন প্রথার শুরুটা হয়েছিল বহু শতক আগে। মশলা বিক্রির জন্য যেসব সেলসম্যান ঘুরে বেড়াতেন চারপাশে, তাদের পক্ষে বিয়ে করা প্রায় অসম্ভব হয়ে উঠতো। কারণ কোনও একটি জায়গায় স্থায়ীভাবে থাকা হতো না তাদের। ডেনমার্কের অন্য তরুণরা যাতে সে পথে না হাঁটেন তাই তৈরি হয় এ প্রথা। যেসব সিঙ্গলদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে অথচ সংসারহীন, তাদের গায়ে দারুচিনির গুঁড়ো ছিটানো হয়। আর তিরিশের কোঠা পেরোলে বিয়ের কথা মনে করিয়ে দেয়ার পদ্ধতি আরও ভয়াবহ। তখন মরিচের গুঁড়ো ছিটানো হয় ‘আইবুড়ো’দের শরীরে।এমনটা করার মধ্য দিয়েই তাদের যেন ২৫ বছর বয়সের আগেই ঘর বাঁধার বিষয়ে পরোক্ষভাবে উৎসাহিত করা হয়।মজার ব্যাপার হলো এমন প্রথার দেশ ডেনমার্কে দেরিতেই বিয়ে করেন মানুষ। সে দেশে পুরুষদের বিয়ের বয়স গড়ে সাড়ে ৩৪। অন্যদিকে নারীরা গড়ে ৩২ বছর বয়সে বিয়ে করেন!