সাতক্ষীরা

উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই –নজরুল ইসলাম

By daily satkhira

January 14, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে ৪ মাস ব্যাপি ৪টি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪জানুয়ারি) সকাল ১১টায় বিনেরপোতাস্থ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র আয়োজনে ও অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রাম (এইইআইপি) এর অর্থায়ণে টিটিসি’র অধ্যক্ষ মো. মোছাব্বেরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। জব প্লেসমেন্ট অফিসার মো. আরিফুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্মেন্টস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনিছুর রহমান, ইলেক্িটক্যাল বিভাগের প্রধান মোঃ শহিদুল ইসলাম, অটোমোবাইল ইন্সট্যাক্টর মেহেদী হাসান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানে অতিথি বলেন, দেশ থেকে বেকার ও দারিদ্র দূর করতে সরকার কারিগরি শিক্ষার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবশক্তি গড়তে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেশ জুড়ে প্রশংসনীয় ভুমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সম্পদে পরিণত করার জন্য এ প্রকল্প হাতে নিয়েছেন। এখানে একজন বেকার প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি তার যাতায়াত খরচও বহন করছে সরকার। যা বিগত সময়ে সম্ভব হয়নি। এতে করে প্রশিক্ষনার্থীর আগ্রহ বাড়বে। ফলে দেশের বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি তারা সম্পদে পরিণত হয়ে স্বাবলম্বী হতে পারবে। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এসময় প্রধান অতিথি আইটি সাপোর্ট সার্ভিস, সুইমিং মেশিন অপারেশন ও ইলেকটিক্যাল ইন্সটেলিশন এন্ড মেনটেন্যান্স কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।