সাতক্ষীরা

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ

By daily satkhira

January 14, 2019

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জানুয়ারী) সকালে জেলা শিক্ষা অফিসার ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। নবীন শিক্ষার্থীদের লেখা-পড়াসহ সকল বিষয়ে পারদর্শী হয়ে এবং সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। আজকের নবীন শিক্ষার্থীদের হাত দিয়ে আগামীর উন্নত বাংলাদেশ এগিয়ে যাবে। শিক্ষকরা কোন কোচিং পেশায় থাকতে পারবেননা। কোচিং এ জড়িত থাকলে সেই সব শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক শাহ্ আবদুল সাদী, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জুলফিকার আব্দুল্লাহ, শামীমা ইসমত আরা প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নুসাইবাতা তাসফিয়া ও মারজান বিনতে আমিনউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক উম্মে হাবিবা, সহকারি শিক্ষক সোহেলী সুলতানা, রিণা রাণী নন্দী, মো. আবু সাঈদ, মো. আবুল খায়ের, মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, মো. হাবিবুল্লাহ, মো. আবু সাইদ, মো. আলাউদ্দীন, মো. রবিউল ইসলাম, মোস্তফা মনিরুজ্জামান, মো. আসাদুজ্জামান, পলাশ কুমার, ও মো. মমতাজ হোসেন প্রমুখ। এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এক ঝাঁক ফুলের মত কোমলমতি শিক্ষার্থী ৩য় শ্রেণি ও ৬ষ্ঠ শ্রেণির ২৬৪ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও কাপ পরিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আনিছুর রহমান।