কলারোয়া

কলারোয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মৌলিক সাক্ষরতা প্রকল্পের উদ্বোধন

By daily satkhira

January 14, 2019

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ “সাক্ষরতা অর্জন করি দক্ষ হয়ে জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে মৌলিক সাক্ষরতা প্রকল্প(৬৪ জেলা)র সামাজিক উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে কলারোয়ায় গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়ার জলালাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মৌলিক সাক্ষরতা প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এস সেলিম শাহনেওয়াজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কলারোয়ার প্রোগ্রাম অফিসার শেফালী খাতুন,জলালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জলালাবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ,কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সুশীলন কলারোয়ার প্রকল্প কর্মকর্তা তাপস কুমার দাস, ইউপি সদস্য- লতিফুন নেছা, নার্গিস সুলতানা, নাজমা সুলতানা, এরশাদ আলী, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, শফিউল আজম, আব্বাস আলী, মশিয়ার রহমান, রবিউল ইসলাম, আলী মাহমুদ সহ এলাকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে মৌলিক সাক্ষরতা প্রকল্প(৬৪জেলা)র সামাজিক উদ্বুদ্ধকর প্রকল্পের জালালাবাদ ইউনিয়েনের সকল শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-জলালাবাদ ইউনিয়নের মৌলিক সাক্ষরতা প্রকল্পের সুপারভাইজার ইবাদুল ইসলাম।