জাতীয়

আহমেদ শফীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন ড. কামাল

By Daily Satkhira

January 14, 2019

দেশের খবর: নারী শিক্ষাবিরোধী কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য হেফাজতে ইসলামীর আমির আল্লামা শফীর বিরুদ্ধে অনতিবিলম্বে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে ড. কামাল হোসেনের গণফোরাম।

আজ সোমবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে কামাল হোসেন ও মোস্তফা মোহসিন মন্টু বলেন, ‘আহমদ শফী নারী বিদ্বেষী, স্বাধীনতার চেতনাবিরোধী ও সংবিধানবিরোধী। এই ফতোয়াবাজ ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে তারা বলেন, ‘আহমদ শফী ধর্মের অপব্যাখ্যা করে মনগড়া ফতোয়া দিয়ে দেশ ও সমাজকে আলো থেকে অন্ধকারে নিতে চান।’

বিবৃতিতে আহমদ শফীর নারী শিক্ষাবিরোধী ফতোয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১ জানুয়ারি) মেয়েদের স্কুল-কলেজে না দেয়ার আহ্বান জানিয়েছে আহমদ শফী বলেন, ‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। যদি দেনও ফোর-ফাইভ পর্যন্ত পড়াবেন। এর বেশি পড়লেখা করালে আপনার মেয়েকে পর পুরুষে টানাটানি করে নিয়ে যাবে।’

পরে অবশ্য তার বক্তব্যের খণ্ডিত অংশ ভুলভাবে গণমাধ্যমে প্রচার করে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করার অপপ্রয়াস চলছে বলে অভিযোগ করেন তিনি।