সাতক্ষীরা

সাতক্ষীরায় স্কুল শিক্ষিকা স্ত্রীর মামলায় ব্যাংকার স্বামী আটক

By daily satkhira

January 15, 2019

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা শাখার জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রাসেল আহমেদ কে আটক করেছে পুলিশ। সে উত্তর কাটিয়া দাশপাড়া স্কুল সংলগ্ন মৃত আঃ রউফের ছেলে। ১৩ জানুয়ারি রাসেল আহমেদের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ১৪ জানুয়ারি আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানাসূত্রে জানাগেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্ত্রীকে মারপিট করায় স্ত্রী বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য: রাসেল আহমেদ যৌতুকের দাবিতে তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারজানা কে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রথমে ঘরের দেয়ালে ঢাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দিয়েও ক্ষ্যান্ত হয়নি পরে ব্যালন দিয়েও বেধড়ক মারপিট করে। এসময় তার মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হলেও সে ও তার মা কেউই তার কাছে আসেনি বা ডাক্তার দেখানোর প্রয়োজনও মনে করেনি। এঘটনা বুঝতে পেরে প্রতিবেশিরা গ্রাম্য ডাক্তার দিয়ে তার চিকিৎসা করায়। পরে স্ত্রী ফারজানা প্রতিবেশীর সহযোগিতায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। এঘটনায় আহত স্ত্রী ফারজানা বাদী হয়ে শ্বাশুড়ী ও রাসেল আহমেদকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় রাসেল আহমেদ কে আটক করে পুলিশ।