নিজস্ব প্রতিবেদক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে লোকে, মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিন চোখ’ সমুধুর আবৃত্তির মধ্যদিয়ে সাতক্ষীরার শ্রেষ্ঠ আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টুর একক আবৃত্তি ‘আলোয় ভরা আকাশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে হেনরি সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজী মোহাম্মদ ওলিউল্লাহ, অধ্যক্ষ আব্দুল হামিদ, কবির রায়হান, শুভ্র আহমেদ, কবি স ম তুহিন। আবৃত্তি শিল্পী দিলরুবার পরিচালনায় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, মন্ময় মনির, ছড়াকার আহমেদ সাব্বির, কবি সায়েম ফেরদৌস মিতুল, সরদার গিয়াস উদ্দিন, এম এ জলিল, গাজী শাহাজান সিরাজ, পল্টু বাসার, চৈতালী, তৃপ্তি মোহন মল্লিক, নিশিকান্ত ব্যানার্জী, শেখ আমিনুর রহমান কাজল প্রমুখ। আবৃত্তি শিল্পী মনিরুজ্জামান ছট্টুর নির্বাচিত মোট ১৮টি কবিতা পর পর সুমধুর কণ্ঠে তিনি আবৃত্তি করেন।