শ্যামনগর

শ্যামনগরে স্ত্রীকে লোহার শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

By daily satkhira

January 16, 2019

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরের কাশিমাড়ীর ঘোলা পল্লীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন করায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট বিচার প্রার্থনা করে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন জয়নগর গ্রামের আব্দুল মাজেদ গাজীর কন্যা মরিয়ম পারভীন। অভিযোগ সূত্রে প্রকাশ, মরিয়ম পারভীনের সাথে বিগত ৭বছর পূর্বে ঘোলা গ্রামের ইউসুপ শেখের পুত্র ইমদাদুল হক মিলন এর সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার স্বামী মিলন ও তার ননদ হাজরা খাতুন প্রায় অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। গত১৫ জানুয়ারী যৌতুকের জন্য ৫০ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় মরিয়ম পারভীনকে তাদের বাড়িতে লোহার শিকল দিয়ে বেঁধে ঘরে তালা বদ্ধ করে ব্যপক মারপিট ও নির্যাতন চালায়। স্থানীয়রা মরিয়ম কে উদ্ধার করে তার বাবার বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় মরিয়ম তার স্বামী, ননদ সহ তিনজনকে বিবাদী করে অভিযোগটি দায়ের করেন। মরিয়মের গর্ভে ছাব্বির হোসেন নামে পাঁচ বছর বয়সের একটি সন্তান রয়েছে। মরিয়ম ইতি মধ্যে বিভিন্ন দফায় এক লক্ষ টাকা যৌতুকের জন্য দিয়েও রেহাই পাচ্ছে না। এ ঘটনায় সুষ্টু বিচারের জন্য যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।