নিজস্ব প্রতিবেদক : সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের মান্দার বাড়িয়া এলাকার গহীন অরন্যে মাছ ধরার অভিযোগে একটি ট্রলারসহ ২৮ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট প্রেট্রোল টিমের সদস্যরা। শুক্রবার সকালে মান্দার বাড়িয়ার নিষিদ্ধ গহীন অরন্যে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার পটুয়াখালী থানার মহিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে হামিদ হোসেন, দুদু মিয়ার ছেলে হাবিবুর মিয়া, জাকির হোসেনের ছেলে হোসেন আলী, ঝনঝনিয়া গ্রামের আফজাল শেখের ছেলে বুরুদ মিয়া একই জেলার কলাপাড়া থানার হোসেনপাড়া গ্রামের মোজাহের আলীর ছেলে করিম, নদীপুর গ্রামের ফজর রহমানের ছেলে জাকারিয়া, মুসলিয়াবাদ গ্রামের আকতার হোসেনের ছেলে রুহুল আমিন, বড় আউলিয়াপুর গ্রামের হাকিম শরিফের ছেলে দেলোয়ার শরিফ, রামপাল জেলার রামপাল থানার শ্রীফলতলা গ্রামের শাহাজান শেখের ছেলে ফারুক শেখ, একই এলাকার জুব্বার শেখের ছেলে জামাল শেখ, মৃত শাহাজান শেখের ছেলে ইলিয়াস শেখ এবং খোরশেদ শেখের ছেলে মহিবুল্যাহহরহ মোট ২৮ জন। খুলনা বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) সায়েদ আলী এ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বন অইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।