বিনোদন সংবাদ: মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন কোনো সিনেমা হাতে নেননি পূজা চেরী। তবে পরীক্ষা শেষ হলেই ফিরবেন শুটিংয়ে। তেমন আভাসই দিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির পরবর্তী ছবি ‘জ্বীন’ই হবে তাঁর ফিরতি ছবি।
বিষয়টি নিশ্চিত করে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন পূজা। তাঁর বিপরীতে থাকবেন রোশান। তবে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। সেটি কে করবেন বা পরিচালক কে হবেন তা শিগগিরই জানানো হবে। এখন ছবির চূড়ান্ত চিত্রনাট্যের পাশাপাশি প্রি-প্রডাকশনের অন্যান্য কাজ চলছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হবে দৃশ্যধারণ।’
‘জ্বীন’-এর মূল গল্প আব্দুল আজিজের। চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে হরর ধাঁচের ছবিটি তৈরি হচ্ছে।