খেলা

ইয়ং টাইগার্স বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা খুলনা ‘এ’ ভেন্যুর উদ্বোধন

By daily satkhira

January 17, 2019

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা’২০১৮-১৯ এর খুলনা বিভাগীয় ‘এ’ ভেন্যুর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও সভাপতি, সাজেক্রীস এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সংস্থা সহ-সভাপতি অনিন্দিতা রায়, সাজেক্রীস সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, বিসিবি’র সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইসলাম তাপস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ এর সহকারি অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, মোঃ আব্দুল মান্নান, মোঃ ইদ্রীস আলী বাবু, সৈয়দ জয়নুল আবেদীন জসি, হাফিজুর রহমান খান বিটুসহ দুই দলের কোচ ম্যানেজারসহ বিসিবি প্রতিনিধি মনোয়ার আলী মনু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, আল আমিন কবির চৌধুরী ডেভিড, জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক হারুনার রশীদ ও খেলোয়াড় বৃন্দ। উক্ত প্রতিযোগিতায় ভেন্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সংস্থার নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংস্থা নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল। উদ্বোধনী খেলা যশোর জেলা বনাম বরিশাল জেলা মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৩৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান করে। দলের শাহারিয়ার সর্বোচ্চ ৩৮ রান করে। প্রতিপক্ষের শিবলী ৪টি ও আলাউদ্দিন ৩টি উইকেট লাভ করে। জবাবে যশোর জেলা ব্যাট করতে নেমে ৩১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে। দলের সাদমান সর্বোচ্চ ২৭ রান করে। প্রতিপক্ষের তাহমিদ ৪টি ও সীমান্ত ৩টি করে উইকেট লাভ করে। ফলে বরিশাল জেলা ৫ রানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন ওহেদুজ্জামান শামীম এবং আখেরুজ্জামান তাপস স্কোরার ছিলেন শেখ ফারুকার রশীদ।