শ্যামনগর

শ্যামনগরে ৪দিনেও উদ্ধার হয়নি শিক্ষকদের ২ লক্ষাধিক টাকা

By daily satkhira

January 17, 2019

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের ফয়সালাবাদ মোস্তাফাবিয়া আলিম মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদীর উত্তোলিত দুই লক্ষাধিক টাকা ৪ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। এঘটনায় এঘটনায় পথ রোধ করতঃ জোরপূর্বক নগদ টাকা ও মোবাইল নিয়ে নেওয়ার অপরাধে দুইজনকে অজ্ঞাত নামা আসামী করে শ্যামনগর থানায় মামলা হয়েছে। মামলা নং-০৮। মামলটি দায়ের করেন সোরা গ্রামের জিয়াদ আলী গাজীর পুত্র মাদ্রাসার গণিত শিক্ষক মোঃ ইদ্রিস আলী। মামলা সূত্রে প্রকাশ,গত ১৪ই জানুয়ারী রূপালী ব্যাংক – নওয়াবেঁকী শাখা থেকে ২লক্ষ দশ হাজার আট শত টাকা (শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা) উত্তোলন করেন মাদ্রাসার গণিত শিক্ষক ইদ্রিস আলী। বেলা ১২.১০ মিনিটের দিকে উক্ত টাকা নিয়ে মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য বাদুড়িয়া গ্রামের বাল্লার মোড় ও শওকাতের মোড়ের মধ্যবর্তী স্থানে পাকা রাস্তার উপর ফাঁকা জায়গা থেকে ইদ্রিস আলীর মটর সাইকেল গতিরোধ করে অজ্ঞাত দুইজন ব্যক্তি মটরসাইকেল যোগে এসে। অজ্ঞাত ব্যক্তিদ্বয় ইদ্্িরস আলীর চোখে ও মুখে পানি জাতীয় ¯েপ্র ব্যবহার করে জোরপূর্বক উক্ত টাকা সহ স্যামসাসং জে-২ স্মার্ট ফোনটি ছিনতাই করে নিয়ে চলে যায়। এঘটনায় শ্যামনগর থানায় মামলা রেকর্ড হলেও আদৌ উক্ত টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়নি। এদিকে শিক্ষক কর্মচারীরা উক্ত টাকা না পাওয়ায় হতাশা ব্যক্ত করে বলেন, সমিতি ও ব্যাংকে ঋণের কিস্তি পরিশোধ ও তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী ক্রয় করতে ব্যার্থ হওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। জরুরী ভিত্তিতে টাকা ও মোবাইল ফোন উদ্ধার পূর্বক জড়িতদের আইনের আওতায় আনতে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনাকরা হয়েছে।