অনলাইন ডেস্ক: আগের ম্যাচ জয়ের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, ধোনি এখনও ভারতের বড় ভরসার নাম। আজও ব্যাট হাতে অধিনায়কের কথার মান রাখলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
তার অপরাজিত ইনিংসেই অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেটের ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল ভারত। টেস্ট সিরিজের পর টিম পেইনের অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ হারল ২-১ ব্যবধানে।
সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দল জয় পাওয়ায় আজকের ম্যাচ হয়ে উঠেছিল অঘোষিত ফাইনাল। যে দল জিতবে সিরিজ তাদের। এই সমীকরণে দাঁড়িয়ে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণি তোপে পড় অজিরা। ১০ ওভারে ৪২ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন চাহাল। অজিদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। এছাড়া ৫১ রান করেন উসমান খাজা।
৪৮.৪ ওভারেই অজিরা অল-আউট হয় ২৩০ রানে।
টার্গে বড় না হলেও তাড়া করতে নেমে চাপে পড়েছিল ভারত। দলূীয় ১৫ রানে ফিরে যান ‘হিটম্যান’ রোহিত শর্মা (৯)। শিখর ধাওয়ানও ২৩ রান করে স্টইনিসের বলে কট অ্যান্ড বোল্ড হন। হাফ সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থামেন অধিনায়ক কোহলি। এরপর ধোনি আর কেদার যাদবের অবিচ্ছিন্ন ১২১ রানের জুটিতে ৪৯.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
ধোনির ১১৪ বলে ৮৭* রানের ইনিংসটি ছিল ৬ বাউন্ডারিতে সাজানো। আপাতদৃষ্টিতে ধীরগতির ইনিংস মনে হলেও উইকেট এবং ম্যাচের চাহিদার কাছে এটা ছিল পারফেক্ট। এই সিরিজের তিন ম্যাচের প্রতিটিতে হাফ সেঞ্চুরি করেছেন ধোনি। জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। বিপরীতে কেদার যাদব খেলেন ৫৭ বলে ৭ বাউন্ডারিতে ৬১* রানের গতিময় ইনিংস। ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা যুজবেন্দ্র চাহাল।