কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদ্য সরকারীকৃত বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন আজ শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন হবে। বিগত প্রায় ১ বছর ধরে এই অনুষ্ঠানটি সুন্দর ও জাকজমকপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সহ শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে কাজ করে গেছেন। আজ সেই মাহিন্দ্রক্ষন। যার অপেক্ষার প্রহর গুনছেন অগনিত শিক্ষার্খী। এই শতবর্ষ উদযাপনের লক্ষ্যে স্কুলটিকে সাজানো হয়েছে রঙিন সাজে। নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। তার মধ্যে সকালে র্যালী, জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়ানো ও বেলুন উড়ানো। পরে স্মৃতিচারন অনুষ্ঠান। এখানে সভাপতিত্ব করবেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আব্দুল মজিদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুলটির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেবহাটা থানার ওসি সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ সকল শিক্ষকমন্ডলী, সাবেক সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, সাবেক শিক্ষক মোয়াজ্জেম হোসেন, কমিটির অর্থ সম্পাদক ডাঃ দেবপ্রসাদ মন্ডল, কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল লতিফ, সহ-সভাপতি প্রধান শিক্ষক মদন মোহন পাল, সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রচার উপ-কমিটির আহবায়ক সাংবাদিক আর.কে.বাপ্পা, প্রকাশনা উপ-কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রওশন আলী, অর্থ উপ-কমিটির সদস্য সৈয়দ হাসান জাহির, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক আব্দুল হান্নান, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ।