দেবহাটা

দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ জমকালোভাবে উদযাপন

By daily satkhira

January 19, 2019

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদ্য সরকারিকৃত বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বিগত প্রায় ১ বছর ধরে এই অনুষ্ঠানটি সুন্দর ও জাকজমকপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সহ শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে কাজ করে গেছেন। আজ সেই মাহিন্দ্রক্ষন। যার অপেক্ষার প্রহর গুনছিল অগনিত শিক্ষার্খী। এই শতবর্ষ উদযাপনের লক্ষ্যে স্কুলটিকে সাজানো হয়েছে রঙিন সাজে, নেয়া হয়েছিল বিভিন্ন কর্মসূচী। তার মধ্যে সকালে একটি বর্নাঢ্য র‌্যালী স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিন করে। পরে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়ানো ও বেলুন উড়ানো হয়। এরপরে স্মৃতিচারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আব্দুল মজিদ। বাংলাদেশ বেতারের উপস্থাপক সজিব দত্তের সার্বিক সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা জমিদার ফনীভূষন মন্ডলের পৈৗত্র বঙ্কু মন্ডল, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা, উদযাপন কমিটির সাধারন সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। এসময় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক শিক্ষক ইয়াছিন আলী, দেবহাটা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাক বিশ^বিদ্যালয়ের বাংলার শিক্ষক ড. নিমাই মন্ডল, ওসি সিটি ডিএসবির কাওসার আলী, সুশীলনের পরিচালক রফিকুল ইসলাম, ঢাকা কমিটির সভাপতি সৈয়দ আকবর আলী, সম্পাদক সাবির আহম্মেদ, প্রকাশনা কমিটির সভাপতি রওশন আলী, সম্পাদক প্রবীর দত্ত, প্রচার কমিটির আহবায়ক দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সহ-সভাপতি ডাঃ আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসমলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ সকল শিক্ষকমন্ডলী, সাবেক সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, সাবেক শিক্ষক মোয়াজ্জেম হোসেন, অর্থ উপ-কমিটির সদস্য সৈয়দ হাসান জাহির, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। পরে গুনীজন সম্মাননা ও ক্রেষ্ট প্রদান এবং শেষে ঢাকার জাতীয় শিল্পী রিংকু, চিশতি বাউল, লাবনী ও দোয়েলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।