প্রেস বিজ্ঞপ্তি : অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP) এর অর্থায়নে বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা টিটিসি -তে পরিচালিত ৫টি ট্রেডে ৪মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্পের উপ-নির্বাহী প্রকল্প পরিচালক (পাবলিক) ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ কামাল হোসেন। ১৯ জানুয়ারী ২০১৯ তারিখ শনিবার বিকালে এ সময় তিনি ১) Electrical Installation & Maintenance ২) Sewing Machine Operation ৩) IT Support Service, , ৪) Welding এবং ৫) Motor Driving ট্রেড সমুহে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীবৃন্দের সাথে মত বিনময় করেন এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মুছাব্বেরুজ্জামান সহ সংশ্লিষ্ট প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।