আশাশুনি ব্যুরো: আশাশুনিতে শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ঘুঘুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বস্ত্র বিতরণ করা হয়। ঢাকা প্রণব মঠের স্বামী সংগীতানন্দজীর আর্থিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেবক বাবু রাম সানা, ইউপি সদস্য অনুপ সানা, গনেশ সানা, সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, সুধান্য সানা, হেমন্ত সানা প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় এলাকার ৪০ জন শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় সেবক বাবু রাম সানা বলেন, ঢাকা প্রণব মঠ সব সময় গরীব মানুষের পাশে থাকতে চায়।