আন্তর্জাতিক

মেক্সিকোতে তেলের পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৬৬

By Daily Satkhira

January 20, 2019

বিদেশের খবর: মেক্সিকোর মধ্যাঞ্চলে ফুটো হয়ে যাওয়া একটি তেলের পাইপলাইন থেকে তেল সংগ্রহ করতে গিয়ে আগুন লেগে বিস্ফোরণে অন্তত ৬৬ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

মেক্সিকোর হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়েদ জানান, পাইপ ফুটো হয়ে তেল বের হতে থাকলে স্থানীয় লোকজন তেল সংগ্রহের জন্য সেখানে ভিড় জমায়। তাদের তেল চুরির এক পর্যায়ে সেখানে আগুন লেগে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জন নিহত ও ৭৬ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল পাচারকারীরা পাইপলাইনটি ফুটো করে দিলে বের হতে থাকা তেল সংগ্রহ করে সেখানে ভিড় জমায় স্থানীয় কয়েকশ’ মানুষ। তারা গ্যালন ও বিভিন্ন পাত্রে তেল সংগ্রহ করতে থাকেন। এক পর্যায়ে তাদের নিবৃত করতে সেখানে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই এক পর্যায়ে পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে ও আগুন লেগে যায়।