ফিচার

ভারতে এবার গরুর জন্য শ্মশান

By Daily Satkhira

January 21, 2019

ভিন্ন স্বাদের খবর: এবার মৃত গরু সৎকারের জন্য শ্মশান তৈরির উদ্যোগ নিতে যাচ্ছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের ভোপাল পৌরসভার মেয়র অলোক শর্মা এমন ষোষণা দিয়েছেন।

তিনি বলেন, কোনো গরুর অস্বাভাবিক বা অসময়ে মৃত্যু হলে ওই শ্মশানে দাহ করা হবে। এটিই হবে ভারতে গরু সৎকারের জন্য প্রথম শ্মশান। মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গরুর কল্যাণে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী থাকাকালে বিজেপির শিবরাজ সিং চৌহান ভোপালে গরুর জন্য শ্মশান বানানোর উদ্যোগ নিলেও তিনি তা কার্যকর করেননি।

তবে সম্প্রতি ভোপাল শহরকে বেওয়ারিশ পশুমুক্ত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রাণিসম্পদমন্ত্রী লক্ষ্মণ সিং।

এর আগে গরু–ছাগলের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশ দেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। বিজেপির এ নেতা ক্ষমতায় এসে ওই রাজ্যে গোহত্যা, গোব্যবসা বন্ধ করেছেন।

এ ছাড়া গরু-ছাগলদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণে প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি রুপি বরাদ্দও করেছেন তিনি।