দেবহাটা

দেবহাটা থানার নবাগত ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময়

By daily satkhira

January 21, 2019

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার নবাগত ওসি বিপ্লব কুমার সাহা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার বিকাল ৪টায় দেবহাটা থানা পুলিশের আয়োজনে ওসির কার্যালয়ে এ মতবিনিনময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে মতবিনিময় করেন থানার নবাগত ওসি বিপ্লব কুমার সাহা, ওসি তদন্ত উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে বাপ্পা, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি কেএম রেজাউল করিম ও আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, অর্থ সম্পাদক এমএ মামুন, প্রেসক্লাবের সদস্য আজিজুল হক আরিফ, কালের চিত্রের দেবহাটা উপজেলা প্রতিনিধি নির্মল কুমার মন্ডল, রিপোর্টাস ক্লাবের সদস্য ও দৈনিক আজকের সাতক্ষীরার দেবহাটা প্রতিনিধি আরাফাত হোসেন লিটন, কালের চিত্রের সখিপুর প্রতিনিধি ইয়াকুব হোসেন রাজু, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সখিপুর প্রতিনিধি সাইফুল ইসলাম, নওয়াপাড়া প্রতিনিধি মোমিনুর রহমান, নওয়াপাড়া সীমান্ত প্রতিনিধি আব্দুস সামাদ, পারুলিয়া প্রতিনিধি ফরহাদ হোসেন প্রমুখ। মতবিনিময় কালে ওসি বিপ্লব কুমার সাহা জানান, শনিবার দেবহাটা থানায় আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। তার জন্মস্থান ও গ্রামের বাড়ী খুলনা জেলার তেরখোদা উপজেলাতে। তিনি খুলনা আযম খান কমার্স কলেজে লেখাপড়া শেষ করে ২০০১ সালে এসআই হিসাবে যোগদান করেন। পরে ২০১২ সালে পুলিশ পরিদর্শক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করায় ২০১৩ সালে সাতক্ষীরার কালীগঞ্জ থানায় ওসি তদন্তের পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে লোহাগড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় ওসি ছিলেন। সর্বশেষ দেবহাটায় যোগদানের থানায় ওসি হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন। নব-নিযুক্ত ওসি বিপ্লব কুমার সাহা অরো বলেন, আগের স্টেশনগুলোতে মাদকের অবস্থান শুন্যতে রেখেছিলাম। দেবহাটাকেও মাদক, জঙ্গী-সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাবেন। সাথে সাথে তিনি আরো বলেন, আপরাধী কোন দলের বা ব্যক্তি, গোষ্টির নয়। আইনের চোখে অপরাধীর অন্যকোন পরিচয় থাকতে পারে না। আর তাই দেবহাটার পরিবেশ রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।