আন্তর্জাতিক

ভুয়া এনকাউন্টারে ৪ জনকে হত্যার অভিযোগে পুলিশ প্রধানের বিরুদ্ধে সমন

By Daily Satkhira

January 23, 2019

বিদেশের খবর: ভুয়া এনকাউন্টারে চারজনকে হত্যার ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব পুলিশ প্রধান (আইজিপি) আমজাদ জাবেদ সালেমির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে এক আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার লাহোর হাইকোর্ট এই সমন জারি করে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, শনিবার এক ভুয়া এনকাউন্টারে খলিল এবং নাবিলা দম্পতিসহ তাদের কিশোরী মেয়ে ও প্রতিবেশী জিসানকে হত্যা করে। এ ঘটনায় ওই দম্পতির তিন সন্তান বেঁচে যায়।

পরে পুলিশের ভাষ্য অস্বীকার করে তারা ভিডিওতে ঘটনার বর্ণনা দেয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জিসানের বিরুদ্ধে আইএস (দায়েস) সম্পৃক্ততা এবং সন্ত্রাসীদের সঙ্গে কাজ করার অভিযোগ আনে প্রশাসন। পরে ঘটনা তদন্তে যৌথ তদন্ত দল গঠন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে অভিযানে সম্পৃক্ত কাউন্টার টেরোজিম বিভাগের (সিটিডি) সদস্যদের পুলিশ হেফাজতে নেয়া হয়।

আইনজীবী মিয়া আসিফ মাহমুদ আবেদনে উল্লেখ করেন, প্রাদেশিক সরকারের গঠন করা যৌথ তদন্ত দল দোষী পুলিশ সদস্যদের তাদের অপরাধের সাজা দিতে এবং ঘটনার সত্যতা বের করতে পারবে না।

তিনি ঘটনা তদন্তে সরকারি কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।