নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের তারালী বিএসএফ ক্যাম্পে আটক তিন বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩/৩ সাব পিলার ৩ এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা হলেন, বরিশাল জেলার ইন্দরকানি উপজেলা সদরের মোক্তার আলী মোল্যার ছেলে জাকির মোল্যা (৪০), খুলনা জেলার পাইকগাছা উপজেলার কেণা খালি গ্রামের মৃত বল্লোবের স্ত্রী সলক (৬৫) একই জেলার ডুমুরিয়া উপজেলার বনিধোয়াকোলা গ্রামের মৃত কার্তিক মন্ডলের ছেলে সোনা মন্ডল (৪৫)। কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপি’র ন্যান্স নায়েক মোখলেছুর রহমান জানান, গত শনিবার ভোরে উক্ত ব্যক্তিরা কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারালী বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় ওই ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে উপজেলার কাকডাঙ্গা বিওপিতে পত্র প্রেরন করেন। শনিবার সন্ধ্যায় ওই সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে হস্তান্তর করে। পরে তাদের থানা পুলিশে সোর্পদ করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে থানার ওসি তদন্ত আখতারুজ্জামান জানান।