জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের ২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

By Daily Satkhira

January 23, 2019

দেশের খবর: স্বাস্থ্য অধিদপ্তরে ২৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুদকের অতিরিক্ত সচিব (দায়িত্ব প্রাপ্ত) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন কার্যালয়ে দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী, ক্ষমতালিপ্সু ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ একই কর্মস্থলে চাকরি করার সুবাদে দুর্নীতির শক্তিশালী বলয় তৈরি করেছে। ফলে তারা অঢেল সম্পদের মালিক হয়েছেন। দুদকের কাছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ জমা হয়েছে। এমতাবস্থায় ওইসব কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধে বর্তমান কর্মস্থল থেকে জরুরী ভিত্তিতে অন্যত্র বদলিসহ ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে দুদক।