কালিগঞ্জ

কৃষ্ণনগর ইউপির উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মন্টু

By daily satkhira

January 23, 2019

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষে তৃনমূল ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় ১নং কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার শুরুতেই ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের জন্য যারা শহীদ হয়েছেন ও ১৫ আগষ্টের নির্মম হত্যাকান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ ও সদ্য প্রয়াত কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত সভায় কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপ-দপ্তর সম্পাদক জি এম ফাত্তাহ, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মাষ্টার নরীম আলী, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আহম্মেদ সুরুজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী জানান, উক্ত বর্ধিত সভায় আলাপ আলোচনার মাধ্যমে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষে কথা হলে ৪ জন প্রার্থীর নাম উঠে আসে। প্রার্থীরা হলেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক মোঃ নুর আহম্মেদ সুরুজ, সাবেক সভাপতি আলহাজ্ব স.ম আব্দুল মাজেদ, আওয়ামীলীগ নেতা শেখ সেলিম মাহমুদ। জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ৪ জনকে নিজেদের মধ্যে সমন্বয় করে একক প্রার্থী দেওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু সমন্বয়ে ব্যার্থ হওয়ায় গোপন ব্যালেটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ। ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের নিয়ে ৭১ জন ভোটার নির্ধারিত হয়। ৭১ জন ভোটারের মধ্যে ৫৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ৫৮ ভোটের মধ্যে মোস্তফা কবিরুজ্জামান মন্টু ৩৮ ভোট, মোঃ নুর আহম্মেদ সুরুজ ৬ ভোট, আলহাজ্ব স.ম আব্দুল মাজেদ ৭ ভোট, সেলিম মাহমুদ ৭ ভোট পান। উপস্থিত জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ১ম, ২য় ও ৩য় ব্যাক্তির নাম অর্ন্তভূক্ত করে প্রথম ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর একটি পত্র প্রেরণ করেন।