ফিচার

সাতক্ষীরা শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

By Daily Satkhira

January 24, 2019

প্রেস বিজ্ঞপ্তি: বুধবার বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরা জেলার আয়োজনে পিটিআই এ অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯। এদিন সকাল ১০ টায় জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবারের প্রতিপাদ্য বিষয় “উঠবো জেগে, ছুটবো বেগে”।সাতক্ষীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথমস্থান অধিকারকারী শিশুরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় আগামী ৩০ জানুয়ারি ২০১৯ অংশগ্রহণ করবে।ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক দেশের শিশুদের সর্ববৃহৎ আয়োজন এই জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতা। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী শিশুরা জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।জাতীয় পর্যায়ে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে প্রধানমন্ত্রী পুরুস্কার প্রদান করবেন।জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার তারিখ নির্ধারিত হয়নি। নির্ধারণ করা হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য যে, জাতীয় পর্যায়ের তিনটি বিষয় প্রথম স্থান অধিকারী শিশু পাবে সেরাদের সেরা পুরুস্কার।পুরুস্কার হিসাবে থাকবে দশ হাজার টাকা, এক হাজার টাকার বই,সার্টিফিকেট, গোল্ড মেডেল এবং ট্রফি ।সেরাদের সেরা পুরুস্কার বিজয়ী শিশু বাংলাদেশ শিশু একাডেমির শুভেচ্ছা দূত হিসাবে পরবর্ত্তী তিন বৎসর যুক্ত থাকবে।জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ ক বিভাগ প্রথম থেকে চতুর্থ শ্রেনী,খ বিভাগ পঞ্চম থেকে সপ্তম শ্রেনী, গ বিভাগ অষ্টম শ্রেনী থেকে দশম শ্রেনীর শিশুরা অংশ গ্রহন করতে পারবে ।এবার প্রতিযোগীতায় এস এস সি পরীক্ষার্থীরাও অংশ গ্রহণ করতে পারবে।উপজেলা পর্যায়ে থেকে দেশ ব্যাপি এই প্রতিযোগীতা শুরু হয়ে জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।একজন প্রতিযোগী তিনটি বিষয়ে অংশ গ্রহণ করতে পারবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো: আসিফ ইকবাল প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী সাংবাদিকদের জানান। তিনি জানান, ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া অফিসার, প্রধান শিক্ষক,পি এন হাই স্কুল,শারীরিক শিক্ষক,পিটিআই।সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন আরিফ আদনান, মো: মঞ্জুরুল হক, আবু আফফান রোজ বাবু, শেখ শহিদুল ইসলাম, শামীমা পারভীন রত্না,তবলায় দায়িত্ব পালন করেন বিশ্বজিৎ সাহা ও নয়ন কুমার ।শিক্ষা বিষয়ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন লিখন বণিক, ফারুকুজ্জামান ডেভিড,চায়না ব্যানার্জী, নৃত্য বিষয়ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন আসফিয়া সিরাত,নাহিদা পারভীন পান্না,চিত্রাংকন ও কুটির শিল্প বিষয়ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন ইন্দ্রজীত সাহা, শুভেন্দ্র কুমার দাশ, বরুন ব্যানার্জী, আব্দুল জলিল,মো: আ: সবুর প্রমুখ । সদর,কলারোয়া,তালা,আশাশুনি,দেবহাটা,কালিগঞ্জ,শ্যামনগর উপজেলার সকল প্রতিযোগী জেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে উপজেলা ও জেলার প্রথম স্থান অধিকারী সনদের মূল কপি অবশ্যই সাথে নিতে হবে।বিস্তারিত জানতে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা অফিসে যেগাযোগ অথাবা www.shishuacademy.satkhira.gov.bd ওয়েব সাইট থেকে জানা যাবে।