খুলনা

পাইকগাছায় মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ

By daily satkhira

February 05, 2017

পাইকগাছা ব্যুরো : পাইকগাছায় মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল। এলাকায় আলোচনা সমালোচনার ঝড়। সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকার সচেতন মহলের। অভিযোগ সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র মৃত মীর আব্দুল কুদ্দুস যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি শান্তি কমিটির সদস্য ছিল। সে কখনও মুক্তিযোদ্ধা হিসাবে কোথাও ট্রেনিং বা কোন ক্যাম্পে অবস্থান এমনকি কোথায় যুদ্ধ না করে মুক্তিযোদ্ধাদের বিপরীতে অবস্থান ছিল। ধামরাইল গ্রামের মৃত মীর শাহাজানস আলীর পুত্র মীর হুমায়ুন কবির স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও জেলা প্রশাসক এর নিকট অনুলিপি অভিযোগে বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা মৃত মীর আব্দুল কুদ্দুসের স্ত্রী তাসলিমা বেগম অনলাইনের মাধ্যমে তার স্বামীর নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্তির চেষ্টা করছে। এমনকি টাকার বিনিময়ে ভূয়া মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করেছে। এলাকার সচেতন মহল আবেদনটি সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।