খুলনা

পাইকগাছায় ইটভাটা বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা

By daily satkhira

February 05, 2017

পাইকগাছা ব্যুরো : পাইকগাছায় হাচিমপুর গ্রামে কপোতাক্ষ নদের পাশে ১০ একর জমির উপর নির্মিত ইট ভাটা বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আইন শৃংখলা রক্ষার্থে ওসি পাইকগাছাকে নির্দেশ দিয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার দেবদুয়ার গ্রমের মৃত. আব্দুল হামিদ খানের পুত্র শাহাবুদ্দীন খান একই এলাকার আপন মামাত ভাই মৃত রউফ খানের পুত্র রুহুল আমিন কান ইটভাটা দেখাশুনা করে আসছে। একই এলাকার মৃত হাবিবুর রহমান খানের পুত্র আজম খান ও তার ভাইয়েরা চক্রান্ত পূর্বক উক্ত ইটভাটা জবর দখল করতে পারে। ইতোপূর্বে নালিশী ইট ভাটা নিয়ে পাইকগাছা থানা সহ আদালতে মামলা মোকদ্দমা হয়েছে। গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় আজম খান সহ তার লোকজন উক্ত ভাটা দখলের চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় পুনরায় দখল করতে পারে অভিযোগ এনে শাহাবুদ্দিন খান বাদী হয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এম.আর- ১৮/১৭ নং মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আইন-শৃংখলা রক্ষার স্বার্থে ওসি, পাইকগাছাকে নির্দেশ প্রদান করেছেন। এদিকে আজম খানের পক্ষে ইট ভাটার পরিচালক মৃত কালাম খানের পুত্র ছালাম খান বলেন, খুলনা জেলা যুগ্ম জজ ৪র্থ আদালত রুহুল আমিন খানের বিরুদ্ধে ইট ভাটায় প্রবেশ না করতে এবং আমাদের শান্তিপূর্ণ ভোগ দখলে বিঘœ সৃষ্টি না করতে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন।