সাতক্ষীরা

নলতায় ম্যাটস ও আইএইচটি’র -১ম বর্ষের পরিচিতি সভায় ডা: রুহুল হক এমপি

By daily satkhira

January 24, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার নলতায় মেডিকেল এ্যাসিট্যান্ট টেনিং সেন্টার ম্যাটস ও নলতা আইএইচটিএর -১ম বর্ষের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত পরিচিতসভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। সাতক্ষীরা সিভিল সার্জন ও ম্যাটসের অধ্যক্ষ ডা: মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টশন কর্মসূচী সহ নবাগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নলতা ম্যাটস ও আইএইচটি এর শিক্ষক, স্টাফ, ম্যাটস বিভাগে প্রথম ব্যাচে ভর্তিকৃত ৫২ জন শিক্ষার্থী, আইএইচটি বিভাগের ল্যাব শাখায় ৫১ জন শিক্ষার্থী, একই বিভাগের রেডিও গ্রাফি শাখায় ৫০ টি সিটির মধ্যে ৩৩ জন ভর্তিকৃত শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, পীরকেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পাদদেশে আজ সাতক্ষীরাবাসী সাতক্ষীরা মেডিকেল কলেজ ও প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নলতায় ম্যাট্স ও আইএইচটি এর মত প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। এখানে দেশের দক্ষিণ অঞ্চল তথা দেশের বিভিন্ন এলাকা হতে আগত শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ যেমন নতুন প্রতিষ্ঠান হয়েও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে খুব ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। তেমনি নতুন প্রতিষ্ঠান হিসেবে নলতা ম্যাট্স ও আইএইচটি এর নবাগত শিক্ষার্থীরা সকল অনিচ্ছাকৃত সমস্যা হাঁসিমুখে মেনে নিয়ে সকলের সহযোগিতায় মেডিকেল কলেজের ন্যায় এখান থেকেও ভাল ফলাফল উপহার দিয়ে কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।