ফিচার

রোবটের মাধ্যমে পণ্য ডেলিভারি শুরু করলো আমাজন

By Daily Satkhira

January 26, 2019

ভিন্ন স্বাদের খবর: বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন রোবটের মাধ্যমে অনলাইনে অর্ডার করা পণ্য ডেলিভারি শুরু করেছে। জানা গেছে, ইতোমধ্যে জনপ্রিয় এ প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে ছয়টি রোবট নামিয়েছে যারা গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে।

সম্প্রতি আমাজনের ভাইস প্রেসিডেন্ট সিয়ান স্কট প্রতিষ্ঠানটির ব্লগে রোবট দিয়ে পণ্য ডেলিভারির তথ্য নিশ্চিত করেন। এই ছয়টি রোবটের নাম রাখা হয়েছে ‘স্কাউট’। আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের স্নোহোমিশ কাউন্টিতে কাজ করবে ‘স্কাউট’। শুধু দিনের বেলায় কাজ করবে তারা। একজন মানুষের হাতে নিয়ন্ত্রিত হবে ‘স্কাউট’। এদিকে, একটি রোবট গ্রাহককে পণ্য ডেলিভারি করছে এমন প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে আমাজন। সেখানে দেখা গেছে, গ্রাহক রোবটের কাছে চলে আসলে ঢাকনা খুলে যায় রোবটটির। তবে ডেলিভারির সময় গ্রাহক সেখান উপস্থিত না থাকলে অথবা সঠিক গ্রাহক পণ্য নিতে না আসলে রোবটটি কী করবে, সে সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি।