নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত মার্চে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার তালা শিল্পকলা একাডেমীতে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা সভাপতি মোঃ মুনসুর আহমেদ ও বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা সাঃ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। সভায় উপস্থিত কাউন্সিলররা ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পক্ষে মত দেন। তুমুল বাকবিতণ্ডার মধ্যো হঠাৎ জেলা সভাপতি “সভা মুলতুবি করা হলো” বলে চলে যেতে উদ্যত হন। এসময় উপস্থিত বিক্ষুব্ধ কাউন্সিলররা ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের দাবিতে অনুষ্ঠানস্থানসংলগ্ন রাস্তায় তাদেরকে অবরুদ্ধ করে রাখেন। নজরুল সাহেবের গাড়ীর গ্লাস বন্ধ থাকায় দুজনের বক্তব্যে নেওয়া যায়নি। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান রাসেল কে এবিষয়ে প্রশ্ন করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন এ এস আই বলেন- এটা আওয়ামীলীগের নিজস্ব ব্যাপার। এখন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ এর সাথে কথা বললে তিনি দৃঢ়তার সাথে ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পক্ষে জোর দাবি রাখেন। খেশরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলর শেখ আঃ হান্নান অভিযোগ করেন, আওয়ামীলীগের একজন শীর্ষ নেতা মোটা অংকের উৎকোচের বিনিময়ে ভোটপ্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাইয়ে অস্বীকৃতি জানাচ্ছেন। দীর্ঘ ২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর হ্যান্ড মাইকে আগামীকাল সকাল ১১টায় ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই হবে এ সিদ্ধান্ত দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এ ঘোষণার পর নেতাকর্মীদের অবরোধ তুলে নেয়।